রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এসএমই উন্নয়ন প্রকল্পে চুক্তি স্বাক্ষরিত

এনসিসি ব্যাংক লিমিটেড আজ বুধবার (১০/০১/২০১৮ ইং) বাংলাদেশ ব্যাংকের সাথে এসএমই উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের এর আর্থিক সহায়তায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত (সিএমএসএমই) উন্নয়নের উদ্দেশ্যে আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এ চুক্তি স্বক্ষরিত হয়।

এনসিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এর মহাব্যবস্থাপক মোঃ আবুল বাশার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস.কে. সুর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় এডিবি এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিস. কাই লী এবং এনসিসি ব্যাংক এর এসএমই বিভাগের প্রধান সালেহ্ উদ্দীন আহমেদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ